
467views
উপকরণ
কাঁচকি শুঁটকি আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, শুকনা মরিচ টালা ৫টি, লবণ স্বাদমতো, সরিষার তেল ৩ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. শুঁটকি তাওয়ায় মচমচে করে টালুন।
২. এবার টালা শুঁটকি ভালো করে ধুয়ে নিন।
৩. শুঁটকির সঙ্গে সব উপকরণ মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
add a comment